

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটে ইনস্টিটিউট অব প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষিকা মাহফুজা (৪৫)।
মাহফুজা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয় এবং জটিল শারীরিক অবস্থার কারণে মৃত্যুবরণ করেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ হওয়ার পাশাপাশি শরীরে অন্যান্য জটিলতাও দেখা দিয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে একই দুর্ঘটনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়, যা সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।