উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গফরগাঁওয়ে পৌর বিএনপির দোয়া মাহফিল

print news

img

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে গফরগাঁও পৌর বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। একইদিনে সারাদেশেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে শোক পালন ও দোয়ার কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (২২ জুলাই) আসরের নামাজ শেষে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ০১ নং ওয়ার্ডের হেনা মসজিদে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজ্জাক, পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মোনাজাতে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং তাদের পরিবারের জন্য ধৈর্য কামনা করা হয়।

নেতাকর্মীরা বলেন, “জাতীয় যে কোনো দুর্যোগ ও ট্র্যাজেডিতে বিএনপি সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *