রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (১৬ জুলাই) দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এরপর কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ১৮ মিনিটে তারা খবর পান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
এ ঘটনায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত জানার চেষ্টা করছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron