ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে নানা বর্ণাঢ্য আয়োজন। বর্ষবরণে থাকবে আনন্দ র্যালি, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি, ঘুড়ি উৎসবসহ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নানা খেলা ও বিনোদনমূলক কার্যক্রম।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, পহেলা বৈশাখের সকাল ৯টায় শুরু হবে বর্ষবরণ উৎসব ও আনন্দ র্যালি। এরপর সকাল ১০টায় গফরগাঁওয়ের ঐতিহাসিক বটমূলে পরিবেশিত হবে জাতীয় সংগীত এবং বৈশাখী গান। এসময় একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। দিনব্যাপী মেলায় থাকছে গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য ও পণ্যের প্রদর্শনী।
প্রথম দিনের অন্যান্য আকর্ষণীয় আয়োজনের মধ্যে রয়েছে জারি গান (সকাল ১০:৩০ মিনিটে), লাঠি খেলা (১১টা), কাবাডি প্রতিযোগিতা (১১:৩০ মিনিটে), এবং হাঁস ধরা প্রতিযোগিতা (১২টায়)। এসব খেলা গফরগাঁও মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বিকেল ৩টায় শুরু হবে বর্ষবরণ উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন গান, নৃত্য ও আবৃত্তি। সন্ধ্যা ৭টায় আকাশ রাঙাবে বর্ণিল আতশবাজি।
দ্বিতীয় দিনে মেলা শেষে বিশ্বরোড ব্রিজের নিচে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা। অংশগ্রহণকারী বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন গফরগাঁওবাসীকে উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় অনেক ঐতিহ্য যেমন জারি গান, শাড়ি গান, কাবাডি, লাঠি খেলা ও হাঁস ধরা খেলাগুলো আবারও মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron