

যার শুরুটা হয়েছিলো ৯৪০ টাকা দিয়ে। আজ থেকে আরো ৩ বছর আগে।
পড়াশোনা করে যখন লোকজন চাকরির পিছনে ছুটছে তখনই একজন ব্যাতিক্রম মানুষ আহাম্মেদ হৃদয় ছুটছে বই পড়ার পাঠক বৃদ্ধি করার পিছনে। জেলায় উপজেলায় এবং থানায় মিলছে তার দেখা ।
আহাম্মেদ হৃদয় , হ্যাঁ আমি বলছি একজন বই বিক্রেতার কথা।যার শুরুটা হয়েছিলো ৯৪০ টাকা দিয়ে। যার লক্ষ বই পড়ুয়া পাঠকের মাঝে সহজেই বই পৌছে দেওয়া। বর্তমানে বই বিক্রির জন্য তার জনপ্রিয় একটি সাইড রয়েছে ভ্রাম্যমান দোকান নামে। তাছাড়াও তার নিজেস্ব রয়েছে একটি প্রকাশনা প্রতিষ্ঠান।