জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়, বরং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের চেতনা নতুনভাবে পুনরুজ্জীবিত হয়েছে।”
বুধবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “যারা একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চায়, তাদের উদ্দেশ্য সৎ নয়।” তিনি আরও বলেন, “ক্ষমতায় যাওয়ার জন্য যদি জোর করে নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তবে তা জনগণ মানবে না। একই সঙ্গে ফ্যাসিস্টদের পুনর্বাসনেরও ষড়যন্ত্র চলছে।”
সংবিধানকে হাতিয়ার করে পুরোনো ব্যবস্থায় দেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে, এনসিপি নেতারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron