

আগামী ১৫ আগস্ট ২০২৫ থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন—এমন নিয়ম কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিটিআরসির ৩০ জুনের নিয়মিত কমিশন বৈঠকে।
অতিরিক্ত সিম ধাপে ধাপে নিষ্ক্রিয় হবে
বর্তমানে যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের অতিরিক্ত সিম ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। বিটিআরসি জানিয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চূড়ান্ত নির্দেশনা পাঠানো হবে।
প্রায় ২৬ লাখ গ্রাহক পড়বে সীমার আওতায়
কমিশনের হিসাব অনুযায়ী, নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ করতে হবে। গ্রাহকেরা নিজের পছন্দ অনুযায়ী কোন ১০টি সিম সক্রিয় রাখতে চান, তা অপারেটরের মাধ্যমে জানাতে পারবেন।
বিশেষভাবে, মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত সিম ও বেশি ব্যবহৃত নম্বরগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিটিআরসি প্রতিটি মোবাইল অপারেটরকে একটি তালিকা প্রদান করবে, যাতে দেখা যাবে কার নামে কতটি সিম নিবন্ধিত আছে। অপারেটররা সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে সক্রিয় রাখতে ইচ্ছুক ১০টি সিম বাছাইয়ে সহায়তা করবে।
- ২০১৭ সালে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।
- ২০২২ সালে সিম নিবন্ধন পদ্ধতিতে পরিবর্তন আনা হলেও, সিম সংখ্যার সীমা অপরিবর্তিত ছিল।
বিটিআরসির মতে, জালিয়াতি, প্রতারণা, ও অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল সিমের অপব্যবহার বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকের পরিচয় যাচাই ও নিয়ন্ত্রণের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেই এই সীমা নির্ধারণ।