এনবিআর সংস্কার: ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার, শাটডাউন চলবে

print news
img

‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করা হলেও কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে, জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। রোববার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা

তিনি জানান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আয়কর বিভাগ ও কাস্টমস বিভাগ থেকে ১০ জন করে মোট ২০ জনের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে।

মির্জা আশিক রানা বলেন,

“চেয়ারম্যানের পদত্যাগ এবং এনবিআরের যৌক্তিক সংস্কার—এই দুটি বিষয়ই আলোচনার কেন্দ্রে থাকবে।”

এর আগে দুপুর আড়াইটায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও একই বিষয়ে বৈঠক করার কথা রয়েছে অর্থ উপদেষ্টার।

তিনি আরও বলেন, শাটডাউন কর্মসূচির প্রভাব ইতোমধ্যে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোর আমদানি-রফতানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্যবসায়ীদের ভাষ্যমতে, এতে প্রতিদিন প্রায় দুই হাজার পাঁচশ কোটি টাকার ক্ষতি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবেলায় সরকার ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে ত্বরিত সংলাপ ও কার্যকর সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তা এখন আগের চেয়েও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *