

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে। আগামী রবিবার (৩ আগস্ট) শহীদ মিনারের পরিবর্তে শাহবাগ মোড়ে সমাবেশ করবে সংগঠনটি।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে একই দিনে একই স্থানে এনসিপিও সমাবেশ করতে চায়। তাদের অনুরোধে আমরা স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।
রাকিব আরও বলেন, “এ ধরনের সিদ্ধান্ত খুবই কষ্টসাধ্য ও বিব্রতকর। আমরা যথাযথ অনুমতি নিয়েই শহীদ মিনারে সমাবেশ করার বৈধ দাবিদার ছিলাম। তবুও গণতান্ত্রিক সহাবস্থান ও উদারতার মানসিকতা থেকে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি নগরবাসীর কাছে অনিচ্ছাকৃত যানজট ও অসুবিধার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করে বলেন, “আশা করি নাগরিকরা দিনটির তাৎপর্য ও আমাদের উদারতাকে উপলব্ধি করবেন।”
সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।