লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা ও বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে যোগ দিয়েছেন। আজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তারা এই যোগদান করেন। এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এই যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ, যিনি যোগদানকারীদের উদ্দেশে বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দেশের পরিবর্তনের জন্য যে সংগ্রাম চলছে, তাতে এই অভিজ্ঞ ও নিষ্ঠাবান মানুষেরা নতুন শক্তি যোগ করবেন।”
চৌধুরী হাসান সারওয়ার্দীর এলডিপিতে যোগদান রাজনৈতিক অঙ্গনে এক বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট এবং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ডের (এআরটিডিওসি) জিওসি ছিলেন। ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে উদ্ধার অভিযান পরিচালনার সময় দেশজুড়ে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। তার নেতৃত্ব ও মানবিক সংবেদনশীলতা সেসময় ব্যাপক প্রশংসিত হয়।
চৌধুরী হাসান সারওয়ার্দী সেনাসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের (বর্তমান বিজিবি) পরিচালক (অপারেশন), এবং সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদপ্তরে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা বলেন, এই যোগদান প্রমাণ করে দেশের বিশিষ্ট নাগরিকরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও বেশি সক্রিয় হতে আগ্রহী হয়ে উঠছেন। এলডিপি ভবিষ্যতে আরও সংগঠিতভাবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron