আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। তবে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ নেই। তারা বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের দাবিগুলো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা পেছানোর জন্য প্রচারণা চালাচ্ছে।’
শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের অস্থিরতা তৈরি না হলে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষার্থীদের এখনই চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron