

জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সব প্রস্তাব অবশ্যই মানতে হবে—এই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন,
“ঐকমত্য কীভাবে এবং কোন প্রক্রিয়ায় হবে তা আগে ঠিক করতে হবে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে, সেসব বিষয়ে একটি সনদ করা যেতে পারে। কিন্তু যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো বাস্তবায়নযোগ্য নয়। তাই ঐকমত্য কমিশনের সব প্রস্তাবই মানতে হবে—এই রকম ধারণা বাস্তবসম্মত নয়।”
তিনি বলেন, গণতন্ত্রে সংলাপ, মতবিনিময় ও মতভেদ থাকবেই, কিন্তু বলপ্রয়োগে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে।
সালাহউদ্দিন আহমেদের এই বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতভেদ ও আলোচনার সীমারেখা স্পষ্ট করতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।