

স্টাফ রিপোর্টার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে। তবে ঐক্যের কোনো বিকল্প নেই।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, “যারা মব সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা চায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে। কিন্তু এসব ষড়যন্ত্র সফল হবে না।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “কথায় কথায় অন্যের সমালোচনা করা এক বিষয়, তবে সমালোচনার আগে নিজের মুখ আয়নায় দেখা উচিত। নিজেদের গঠনমূলক সমালোচনা না করলে ঐক্য টিকবে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা নির্বাচন বানচালের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের বিজয় অবশ্যম্ভাবী।”
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।