ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪: গফরগাঁওয়ে বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

print news
img


ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪-এর শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) গফরগাঁও উপজেলা পাগলা থানা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি গফরগাঁও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও মিনি স্টেডিয়ামে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। র‍্যালির নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নবগঠিত কমিটির সদস্য, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গণমানুষের নেতা এডভোকেট আল ফাত্তাহ খান। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বিজয় র‍্যালিতে আরও অংশগ্রহণ করেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এম.এ মালেক, আমির উদ্দিন পালোয়ান, আমির উদ্দিন, বাচ্চু মিয়া, পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম দিলি, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, ইউসুফ খান, টাংগাব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজ আহমেদ এবং পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দ , পাগলা থানা মৎসজীবি দলের সভাপতি সাদির ব্যাপারী সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই র‍্যালি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ইতিহাস ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *