কক্সবাজার প্রতিনিধি
ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে রামু উপজেলার ধলির ছড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর মরদেহগুলো রেল লাইনের এক কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে।
এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি আটকে দেন। তারা ঘোষণা দেন, মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেনটি ছেড়ে দেওয়া হবে না।
ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron