দেশের বাজারে জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দাম ঘোষণা করেন। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ১২টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
নতুন দামের ফলে অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোকে এখন থেকে প্রতি লিটার ৯৩.৫৭ টাকায় জেট ফুয়েল কিনতে হবে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দেশি-বিদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটার দাম শূন্য দশমিক ৭৫ ডলার থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) মজুত ও বিপণন চার্জ পুনর্নির্ধারণ করে প্রতি লিটার ৪.০৪ টাকা এবং পিওসিএলের (Padma Oil Company Limited) বিপণন চার্জ ০.৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিমান পরিবহন খাতে জ্বালানি খরচ কমে আসায় টিকিটের দামেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron