ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী নেতারা এখন কলকাতার অভিজাত এলাকায় জমায়েত হয়েছেন। সূত্র মতে, নিউটাউনের 'রোজডেল গার্ডেন' কমপ্লেক্সে এখন দলটির একটি ‘অস্থায়ী হেডকোয়ার্টার’ গড়ে উঠেছে। এখান থেকেই পরিচালিত হচ্ছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নীলনকশা।
সূত্র জানায়, রোজডেল গার্ডেনের ১১-সি নম্বর ফ্ল্যাটে অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার বাসার নিচতলাতেই গোপনে চালু হয়েছে আওয়ামী লীগের কলকাতা অফিস। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে বসে কলকাতায় আশ্রয় নেওয়া নেতাদের সঙ্গে বৈঠক চলছে। উপস্থিত থাকছেন সাবেক মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে কলকাতায় স্ত্রীসহ অবস্থান করছেন। অসুস্থতার কারণে তিনি সক্রিয় নন। অন্যদিকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, এনামুল হক শামীম, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিলসহ অনেকে সেখানে সংসার পেতেছেন।
নেতারা কলকাতার বিভিন্ন এলাকায় বিলাসবহুল জীবনযাপন করছেন। সন্তানদের ভর্তি করিয়েছেন সেখানকার স্কুলে। রমজানে রেস্টুরেন্টে ইফতারেও তাদের দেখা গেছে। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয়ে তারা এই জীবনযাপন করছেন বলেই জানা যায়।
তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে—
সূত্র জানায়, এসব নেতারা সন্ত্রাসী, স্মাগলার, কিলার, এমনকি নিষিদ্ধ সর্বহারা পার্টি ও রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন। মোবাইল অ্যাপ, এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্মে চলছে যোগাযোগ। প্রচুর অর্থ বিনিয়োগ করা হচ্ছে এসব ষড়যন্ত্রে, যার উৎস দীর্ঘদিনের দুর্নীতির টাকাই বলে ধারণা করা হচ্ছে।
একজন অপ্রকাশিত নামের নেতা জানান, “১৯৪৯ সালে ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম, আর এখন রোজডেল গার্ডেনে তাদের ‘টিকে থাকার লড়াই’।"
এই অনুসন্ধান বলছে, শুধু কেন্দ্রীয় নেতারাই নন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা ভারতে অবস্থান করছেন। কেউ স্থায়ী, কেউ সাময়িক; কেউ চিকিৎসার নামে, কেউ আশ্রয়ের নামে।
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই সন্ধিক্ষণে কলকাতায় গড়ে ওঠা এই অপতৎপরতা দেশ ও জাতির জন্য বড় হুমকি হিসেবেই বিবেচিত হচ্ছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron