ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যে উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি কাতারের গঠনমূলক ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফোনালাপে তিনি কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফিকে ধন্যবাদ জানান এবং বলেন, ইরান ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
তবে এই ধন্যবাদের মাঝেও কূটনৈতিক সংকটের আভাস স্পষ্ট। কারণ এর ঠিক আগে ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার প্রতিক্রিয়ায় কাতার তীব্র নিন্দা জানিয়েছে এবং মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।
এই অবস্থায় স্পষ্ট হচ্ছে— একদিকে পারস্পরিক ধন্যবাদ ও কূটনৈতিক সৌজন্য, অন্যদিকে হামলা ও প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-কাতার সম্পর্ক। বিষয়টি মধ্যপ্রাচ্যে আরও কূটনৈতিক জটিলতা ও অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: আল-জাজিরা
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron