বাংলাদেশ থেকে কাতারে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য ৭২৫ জন সেনা সদস্য নিয়োগ দেওয়া হবে। আগামী দুই মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১৬ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দোহা সফর করছে। তারা কাতারে অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছে।
নিয়মিতভাবে সেনা সদস্য নেওয়ার পরিকল্পনা
প্রেস সচিব বলেন,
“কুয়েতে যেমন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন, তেমনি কাতারও বাংলাদেশ থেকে নিয়মিত সেনা সদস্য নিতে চায়। প্রতি তিন বছর অন্তর ৭২৫ জন করে সেনা সদস্য নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে এবং এটি বাংলাদেশ সেনাবাহিনী ও রাষ্ট্রের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন।
সূত্র: বাসস
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron