“কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই আমাদের গর্বের মাস” — শিক্ষা উপদেষ্টা রফিকুল আবরার

print news
img

কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, “বিশ্ব এমন এক জায়গায় যাচ্ছে যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কোয়ালিটি কারিগরি শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।”

সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে, অথচ দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় দক্ষ কর্মীদের চাহিদা দিন দিন বাড়ছে। অভিভাবকদের বুঝতে হবে—তাদের সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।”

প্রফেসর আবরার আরও বলেন, “আমাদের এমন কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেটার আন্তর্জাতিক বাজারেও চাহিদা রয়েছে। শিক্ষাকে শুধু পুঁথিগত না রেখে দক্ষতা, নৈতিকতা ও মানবিকতার সঙ্গে যুক্ত করতে হবে। সেই শিক্ষার সূচনা যেন এই সময় থেকেই হয়।”

গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই মাস আমাদের গর্বের মাস। এই মাসেই ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুনভাবে দায়িত্ব পেয়েছি। সেই শহীদদের স্মরণ, আহতদের সহায়তা এবং আন্দোলনে সম্পৃক্তদের কৃতজ্ঞতা জানানোর জন্য আমি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আহ্বান জানাই জুলাইয়ে বিশেষ কর্মসূচি পালনের জন্য।”

শেষে তিনি বলেন, “রাষ্ট্র তার সাধ্যমতো কাজ করছে। তবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবারকে সাহায্য করা আমাদের সম্মিলিত মানবিক দায়িত্ব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *