

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সংকরপাশা গ্রামে ভয়াবহ এক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রড, সিমেন্ট ও বালু ব্যবসায়ী আসলাম শেখ দাবি করেছেন, তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে ছিনতাইকারীরা তার নগদ টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর আতঙ্কে রয়েছেন এই ব্যবসায়ী। খুনের হুমকিতে তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন, এমনকি ঠিকমতো খাওয়া-দাওয়াও করতে পারছেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে আসলাম শেখ নিজেই বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।