মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে বাধা ও মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই কাশিয়ানীর মাজড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা, করাত ও দা নিয়ে সড়ক অবরোধ করে যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।
ওসি কামাল হোসেন বলেন, “কাশিয়ানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বলে জানা গেছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron