এস এম সালমান হৃদয়, বগুড়া
বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী বান্দাইখাড়া দাখিল মাদ্রাসার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির গ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মতিউর রহমান (মতি মাষ্টার)। নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নির্বাচিত হওয়ার পর আলহাজ্ব আব্দুল মতিউর রহমান বলেন, “আমি চেষ্টা করব মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে এবং এলাকাবাসীর আস্থা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখতে।”
এ সময় উপস্থিত ছিলেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন, জামগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা রিপন মন্ডল, কাহালু উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবসহ-স্থানের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি নির্বাচিত হয়ে তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন কামালের প্রতি। এলাকাবাসীর প্রত্যাশা, নতুন সভাপতি মাদ্রাসার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron