কাহালুতে মহিলা সমাবেশে প্রধান অতিথি জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ

print news

এস এম সালমান হৃদয় বগুড়াঃ

image 41

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইসলামিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসা হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা আয়োজনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসো)-এর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুস শাহীদ খান এবং সেক্রেটারি আলহাজ শহীদুর রহমান সবুজ।

সভাপতিত্ব করেন মোঃ রেজাউল করিম রাজু, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে নারী সমাজের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষিত হবে। বর্তমান সময়ে নারী সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।

আয়োজকরা জানান, ইসলামী জীবনব্যবস্থার আলোকে সমাজে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টাই দেশ ও জাতিকে একটি সুন্দর ও কল্যাণময় পথে এগিয়ে নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *