কুমিল্লায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবিতে নারী জোটের কর্মশালা

print news

মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা

Imh

কুমিল্লায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও নীতিগত অ্যাডভোকেসি বিষয়ে তামাক বিরোধী নারী জোট সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর এক হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের তামাক বিরোধী নারী জোটের সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা অংশ নেন।

স্বাগত বক্তব্য রাখেন উবিনীগের পরিচালক সীমা দাস সীমু। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস-এর এডভোকেসি ম্যানেজার ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আতাউর রহমান মাসুদ।

কর্মশালার সঞ্চালনা করেন হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কুমিল্লা’র নির্বাহী পরিচালক পারভীন হাসান। আলোচনায় তিনি তামাক সেবনের ক্ষতিকর দিক, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ, WHO-FCTC ও MPOWER কাঠামো, এবং FCTC’র আর্টিকেল ৫.৩ অনুযায়ী সরকারের অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি নীতিগত অ্যাডভোকেসির কার্যকর কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী তাবিনাজ সদস্যরা দলীয় আলোচনার মাধ্যমে “তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও নারীর ভূমিকা” বিষয়ে মতামত প্রদান করেন। তারা তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিল, সংশোধিত আইন দ্রুত পাসের মাধ্যমে আইনকে শক্তিশালী করা এবং জেলখানায় তামাকজাত দ্রব্য সরবরাহ বন্ধের দাবি জানান।

এ সময় হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কুমিল্লা), এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (এআরডি, ব্রাহ্মণবাড়িয়া), শাহপুর দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থা (ফেনী), ভয়েস এনজিও (লক্ষ্মীপুর), অনন্যা বহুমুখী কল্যাণ সংস্থা (নোয়াখালী), যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (চট্টগ্রাম), ঝুমকা মহিলা সমিতি (জামালপুর), ঢাকার তাবিনাজ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *