মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লা নগরীতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন—সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা দীর্ঘদিন ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, প্রায় ৫-৬ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছিলেন।
তাহমিনার তিন সন্তান—দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন। নিহত সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
রবিবার গভীর রাতে ছেলেরা ফোনে খবর পেয়ে পুলিশে যোগাযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাড়া বাসার দুই কক্ষের ভেতরে বিছানার ওপর মা-মেয়ের মরদেহ দেখতে পায়। পরে সুরতহাল শেষে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ ও কারা জড়িত সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
এ ঘটনার পর কালিয়াজুড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, তাহমিনা ও তার পরিবার শান্ত-শিষ্ট মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মা-মেয়েকে এভাবে হত্যার ঘটনায় এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুতই আসল ঘটনা উদঘাটন হবে বলে আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron