মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীতকরণের দাবিতে বুধবার স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকারীরা তাদের দাবির মূল শ্লোগান হিসেবে বলছেন,
“আর কোন লা’শ চাই না, লা’শের ভাড়ায় আমরা ক্লান্ত।”
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বুড়িচং উপজেলার ময়নামতি থেকে কংশনগর, জাফরগঞ্জ, কোম্পানিগঞ্জসহ মোট নয়টি পয়েন্টে সড়ক অবরোধ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটির মর্যাদা ক্ষুণ্ন হয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। তাই তারা দাবি জানিয়েছেন, দ্রুত সংস্কার এবং চার লেনে উন্নীতকরণ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
বিক্ষোভের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট তৈরি হয়। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron