

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের কোটালীপাড়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ছোট-বড় গর্তে ভেঙে পড়েছে সড়ক। প্রতিদিনই এই রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছেন শত শত যাত্রী ও পথচারী। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে, আর স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে।
প্রতিদিন পায়রা ও মংলা বন্দর হয়ে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় হাজারো যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। অথচ সড়কের কোটালীপাড়ার পশ্চিমপাড় এলাকায় বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ ছোট যানবাহন উল্টে দুর্ঘটনায় পড়ছে। বৃষ্টির সময় এই গর্তে জমে থাকা পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে।
বিশেষভাবে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে যাতায়াত করছে।
কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান বলেন,
“প্রতিদিন চোখের সামনে একাধিক দুর্ঘটনা দেখি। শিক্ষার্থীদের জন্য এটা খুবই ভয়ংকর। দীর্ঘদিনেও সংস্কার হচ্ছে না।”
ভ্যানচালক জামির মোল্লা বলেন,
“রাস্তায় যতবার চালাই, ততবার ভয়ে থাকি। একেকবার মনে হয়—আজ বুঝি আর ফিরতে পারবো না। দ্রুত মেরামত দরকার।”
স্থানীয় পরিবহন শ্রমিক আলম মিয়া জানান,
“পশ্চিমপাড় অংশে সড়কের অর্ধেকটাই গর্ত। বর্ষায় এটা আরও বিপজ্জনক হয়ে ওঠে।”
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ বলেন,
“সড়ক ও জনপথ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।”
স্থানীয়রা দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।