অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যক্তি বা দলের কথায় জাতীয় নির্বাচন বন্ধ হবে না। বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা হচ্ছে। কালো টাকার ব্যবহার বন্ধেও অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, তবে এটি অনেকটাই রাজনীতিবিদদের ওপর নির্ভর করবে।
সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, এখনও চাকরিজীবী ও শিক্ষকসহ সব পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন না। মানুষের অনীহার কারণ খুঁজে বের করতে হবে এবং কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। সরকারি কর্মচারী ও শিক্ষকদের স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রচার কার্যক্রমও বাড়ানো হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ মোবাইল অ্যাপ এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিমে যোগদান, তথ্য যাচাই, নোটিফিকেশন পাওয়া, অ্যাকাউন্টের নমিনি পরিবর্তনসহ সব কার্যক্রম সম্পন্ন করা যাবে। সর্বজনীন পেনশন দেশের একটি রাষ্ট্রীয় অবসরভাতা ব্যবস্থা, যা সব নাগরিকের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে চালু হয়েছে। বর্তমানে এতে চারটি স্কিম রয়েছে— প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিম।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron