ক্লাব বিশ্বকাপ বাতিলের পক্ষে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস

print news
img

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস ফুটবলের নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপকে অযৌক্তিক আখ্যা দিয়ে এই টুর্নামেন্ট বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর মতে, বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজনের কোনো যৌক্তিকতা নেই এবং এটি ঘরোয়া লিগগুলোর পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, বিশেষ করে ইউরোপে। তাই এই টুর্নামেন্ট ফুটবল ক্যালেন্ডার থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ৩২ দলের ক্লাব বিশ্বকাপ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তেবাস বলেন, “আমার লক্ষ্য হলো—আর কোনো ক্লাব বিশ্বকাপ থাকবে না। এ বিষয়ে আমি খুব পরিষ্কার।” তিনি মনে করেন, আগের মতো এক সপ্তাহের ছোট পরিসরে টুর্নামেন্ট থাকলেই তা মানানসই হতো। তবে বর্তমান মডেলটিকে তিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ভারসাম্যের জন্য হুমকি হিসেবে দেখছেন।

তেবাস চেলসির একটি ম্যাচ ২৫ মিনিট দেখার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “এটি যেন কোনো প্রীতি ম্যাচ। কোনো তীব্রতা দেখতে পাইনি।” সত্যিই, আটলান্টার ৭১ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে চেলসির ম্যাচে মাত্র ২২ হাজার ১৩৭ দর্শক উপস্থিত ছিলেন। খালি গ্যালারি নিয়ে চেলসির কোচ এন্তসো মারেস্কাও মন্তব্য করেন, “পরিবেশটা কিছুটা অদ্ভুত ছিল, স্টেডিয়াম প্রায় খালি ছিল।”

এই মাসব্যাপী ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই। প্রতি চার বছর পরপর আয়োজনের পরিকল্পনা থাকলেও, দর্শক আগ্রহ ও প্রতিযোগিতার ঘাটতির কারণে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে এটি। স্পেন থেকে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ অংশ নিচ্ছে এবারের আসরে।

তেবাসের মতে, ফুটবলকে বাণিজ্যিক চাপের বাইরে রেখে পেশাদার কাঠামোতে ফিরিয়ে আনতে হলে এই ধরনের টুর্নামেন্ট বাদ দেওয়াই শ্রেয়। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ ক্যালেন্ডার ও ফিফার পরিকল্পনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *