
মোঃ সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আওতাধীন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন চাঁদ মেটুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে চাঁদ মেটুয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলাম আন্দোলন বাংলাদেশ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ:০৫ ( বেলকুচি চৌহালী এনায়েতপুর ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সামাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা মোঃ নুরুল ইসলাম।
নুরুন নাবী সাহেব বলেছেন,
গণঅভ্যুত্থানে হাজারো শহীদ জীবন দিয়েছেন, যেন স্বৈরাচার, ফ্যাসিস্ট, টাকা পাচারকারী, ‘আয়নাঘর’ তৈরির কারিগরের জন্ম না হয়। ঘৃণাভরে ধিক্কার জানাই সেসব ক্ষমতালোভীদের, যারা চাঁদাবাজি দখলদারি করে নতুনভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার করতে চাইছে।
আসুন সবাই মিলে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের উৎখাত করি। বিদেশিদের তাঁবেদারদের চিরতরে কবর রচনা করতে করি। পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে সাজাই।