২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত প্রায় সাড়ে আটশ পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে এসব পরিবারের সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
রবিবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেডআরএফ'র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সরকারের তালিকা অনুযায়ী প্রায় সাড়ে আটশ পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ১৮ মার্চ থেকে ফাউন্ডেশনের উদ্যোগে এই কার্যক্রম শুরু হবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ডোনার বলেন, "পবিত্র রমজান মাস চলছে, আর কয়েকদিন পরেই ঈদ। আমরা যারা ভালো আছি, তারা হয়তো আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করব। কিন্তু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আমরা যাদের হারিয়েছি, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"
তিনি আরও বলেন, "ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের কাছে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতাতেই এই উদ্যোগ।"
জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সদস্যরা তাদের চাঁদা ও অনুদানের মাধ্যমে আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই প্রতিষ্ঠান দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলনে জেডআরএফ'র অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron