গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ইসি সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
কারা রয়েছেন তালিকায়?
শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি ‘লক’ বা কার্যকারিতা স্থগিত করা হয়েছে, তারা হলেন:
এনআইডি ‘লক’ হলে কী হয়?
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,
“এনআইডি লক হলে সেটি ব্যবহার করা যায় না। কোনো সরকারি বা আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়।”
তিনি আরও জানান, মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে তদন্ত চলাকালীন সময়েও এনআইডি ‘লক’ করা হয়। তবে এনআইডি ‘লক’ থাকা অবস্থায় ভোট দেওয়া বা প্রার্থী হওয়ায় আইনগত বাধা নেই।
আর্থিক নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত?
এর আগে, গত ১১ মার্চ শেখ হাসিনা, তার পরিবার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আওয়ামী লীগের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব আদালতের নির্দেশে জব্দ করা হয়েছিল। এনআইডি স্থগিতকরণের সিদ্ধান্তকে অনেকে এরই ধারাবাহিক পদক্ষেপ হিসেবে দেখছেন।
মৌখিক নির্দেশে ‘লক’?
ইসি সূত্রে জানা যায়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর-এর মৌখিক নির্দেশেই এনআইডিগুলো স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো গণবিজ্ঞপ্তি ইসি এখনো প্রকাশ করেনি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron