ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রথম শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল বেপারীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের রাঘাইচটি গ্রামে মরহুমের নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন শহীদ আব্দুল বেপারীর পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে. এম. এহছান (এডভোকেট), গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এবং শহীদ আব্দুল বেপারীর পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক কামাল ও নাতী আল আমিন জনি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ আব্দুল বেপারীর দেশপ্রেম, সমাজসেবা এবং শিক্ষা-সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল সকাল ৯টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর বোমারু বিমান গফরগাঁও বাজারে হামলা চালায়। বিমান থেকে নিক্ষিপ্ত বোমা ও মেশিনগানের গুলিতে শহীদ হন আব্দুল বেপারী। তিনি ছিলেন গফরগাঁওয়ের প্রথম শহীদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে যান।
স্বাধীনতার পর গফরগাঁও বাজারের প্রবেশপথে শহীদ আব্দুল বেপারীর স্মরণে একটি তোরণ নির্মাণ করেন তৎকালীন শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম। তবে দুঃখজনকভাবে, তোরণটি নতুন করে নির্মাণের উদ্দেশ্যে ভেঙে ফেলার পর আজও পুনর্নির্মাণ করা হয়নি। শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে শহীদ আব্দুল বেপারীর তোরণটি পুনর্নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে এবং সম্মান জানাতে পারে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron