গফরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কার্নিভাল কাব স্কাউট ২০২৫

print news
img

ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কার্নিভাল কাব স্কাউট ২০২৫। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং গফরগাঁও উপজেলা স্কাউট শাখার আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার ৩০টি বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

সোমবার (২৩ জুন) সকাল ১০টায় গফরগাঁও মিনি স্টেডিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কাব স্কাউট নির্বাহী কমিটির সভাপতি এন এম আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম ভূঁইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও কাব স্কাউট নির্বাহী কমিটির সম্পাদক এস.এম. মোমতাজ উদ্দিন।

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটসের যুগ্ম সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা সমিতির আহ্বায়ক এ কে এম হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলাল উদ্দিন (বাদল), উপজেলা প্রশাসনের কর্মকর্তা বদরুল আলম ও বিভিন্ন স্কুলের স্কাউট শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

কাব স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্য শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং নৈতিক শিক্ষার বিকাশ ঘটানো। বিশেষ করে ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী কুচকাওয়াজ, খেলাধুলা ও শিখনমূলক নানা আয়োজনে অংশগ্রহণ করে শিশুরা এক আনন্দঘন ও শিক্ষনীয় অভিজ্ঞতা অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *