গফরগাঁওয়ে এইচএসসি ও আলিম পরীক্ষায় অনুপস্থিত ৫৬ জন

print news

img

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন: ইউএনও
গফরগাঁও উপজেলায় ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (বিএমটি ও ভোকেশনাল) ও আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ২১ জন। এর মধ্যে সাধারণ এইচএসসিতে ২ হাজার ৩৪৮ জন, বিএমটি ও ভোকেশনালে ২৬৯ জন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৪০৪ জন।

আজ বৃহস্পতিবারের পরীক্ষায় মোট উপস্থিত ছিলেন ২ হাজার ৯৬৫ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৫৬ জন।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, “চলতি বছরের এইচএসসি, বিএমটি, ভোকেশনাল ও আলিম পরীক্ষা নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।”নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা কর্মকর্তারা সকলে তৎপর ছিলেন।”

তিনি আরও বলেন, “পরীক্ষার্থীরা যেন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি। আমাদের টার্গেট ছিল—নকল ও অনিয়মমুক্ত একটি পরিবেশ নিশ্চিত করা। সকলের সহযোগিতায় তা সফল হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *