

ময়মনসিংহের গফরগাঁওয়ে জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে আফরা মাহনাজ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের জামতলা মোড়সংলগ্ন আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরা মাহনাজ উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের আব্দুল্লাহ আল মামুনের মেয়ে এবং স্থানীয় সেন্ট্রাল স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী। পরিবারটি পৌর শহরের জামতলা মোড় এলাকায় একটি তিনতলা ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকত।
স্থানীয়রা জানান, দুপুরে শিশুটি ঘরের ভেতরে জানালার গ্রিলে ওড়না বেঁধে দোলনা বানিয়ে খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে ওড়নাটি গলায় পেঁচিয়ে যায় এবং ফাঁস লেগে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিশুটির মা আফরোজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বুকের ধন আল্লাহ নিয়ে গেছে। আমাদের কোনো অভিযোগ নেই।’ এদিকে খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’