ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে সরকার নির্ধারিত স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল ৪৫০ টাকায় কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়।
সোমবার (১৭ মার্চ) সালটিয়ার ষোলহাসিয়া তেজপাতা মার্কেটের ডিলার রফিকুল ইসলাম এই কার্যক্রম পরিচালনা করেন।
চাল বিতরণ কার্যক্রমটি পরিদর্শন করেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron