ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গফরগাঁও উপজেলা পাগলা থানা পাইথল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৮ই মার্চ) মঙ্গলবার সন্ধ্যায় গয়েশপুর দারুল উলুম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আমিনুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ. বি সিদ্দিকুর রহমান।
এ.বি সিদ্দিকুর রহমান বলেছেন, “বিগত সতেরো বছর পরে এই মাঠে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেছি, আগামী দিনে দল যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয় তাহলে আমি কথা দিলাম আমি আপনাদের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকবো এবং পাগলা থানায় যতটুকু সম্ভব উন্নয়ন মূলক কাজ করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করলাম ”
এ সময় আরোও বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গফুর হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন আজিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, পৌর শ্রমিক দলের আহবায়ক ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আল আলামিন জনি।
আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, গফরগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি রমজান মোল্লা ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আয়নাল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হানিফ খান, সাংবাদিক আরিফুল ইসলাম সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron