

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি গফরগাঁও শাখার আয়োজনে ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রথম পার্বিক পরীক্ষার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (২৫ জুন) সকাল ১০টা থেকে গফরগাঁও মিনি স্টেডিয়ামে (পুরাতন গরুহাটা) শুরু হয়ে শেষ হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গাজীপুরশাহীন ক্যাডেট এবং স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ফারুক সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর-এ-আলম ভূঁইয়া।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল রানা চৌধুরী। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের শারীরিক, নৈতিক, সাংস্কৃতিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুশীলনই তাদের মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলে।”
উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথমবারের মতো গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি গফরগাঁও শাখা থেকে দুইজন শিক্ষার্থী দেশের মর্যাদাপূর্ণ ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এটি প্রতিষ্ঠানটির জন্য একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা আবৃত্তি, গানের পরিবেশনা, নৃত্য ও নাটিকা উপস্থাপন করে। এছাড়াও দৌড়, লাফ, বল নিক্ষেপসহ নানা ধরণের খেলাধুলায় অংশগ্রহণ করে তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকরা।
শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার (সাথী)। তিনি বলেন, “শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা শিশুদের নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বে দক্ষ করে গড়ে তুলতে চাই।”