

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আসন্ন ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক অফিসার মো. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মমতাজ উদ্দিন, সভাপতি ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সংসদের প্রেসিডিয়াম সদস্য। এছাড়া সভায় অংশ নেন গফরগাঁও সরকারি খাইরুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা, গফরগাঁও শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, নবনিযুক্ত শিক্ষক এবং শরীরচর্চা শিক্ষকরা।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান, আগামী ১৭-১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে, যা চলবে সেপ্টেম্বর মাস জুড়ে। পরবর্তীতে ২১-২৭ সেপ্টেম্বর উপজেলা পর্যায়, ৯-১৩ অক্টোবর জেলা পর্যায়, ১৫-১৭ অক্টোবর উপ-অঞ্চল পর্যায়, ১৯-২১ অক্টোবর অঞ্চল পর্যায় এবং সর্বশেষ ২৩-২৭ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে বলেও জানানো হয়।