
জেলা প্রতিনিধি ময়মনসিংহ :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রাঘাইচটি গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ডা. বেলাল আহমেদের চারা গাছ ও রাস্তার পাশে ছাপড়া ঘর ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তারই গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী ডা. বেলাল আহমেদ জানান, তার গোষ্ঠীর লোক মজনু ও পবিত্র (পিতা মৃত নিজাম উদ্দিন), এবং বুলবুল (পিতা অজ্ঞাত) এর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে।
তিনি আরও জানান, এশিয়ান হাইওয়ে রোডের পাশে নিজের মালিকানাধীন জমিতে তিনি একটি ডাক্তারি চেম্বার স্থাপন করেন এবং আম, পেয়ারা, রেন্ট্রি, কড়ই গাছসহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন। গত এক বছর ধরে গাছে ফল ধরতে শুরু করেছিল।
অভিযোগে বলা হয়, পূর্ব বিরোধের জেরে গত ১৬ জুন (সোমবার) সকাল আনুমানিক ৬টার দিকে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার রোপণকৃত সাতটি আম গাছ, দুটি পেয়ারা গাছ, দুটি রেন্ট্রি-কড়ই গাছ কেটে ফেলে এবং একটি টিনের ছাপড়া ঘর কোপিয়ে ভেঙে দেয়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।
ঘটনার সময় ডা. বেলালের স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরকেও মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় হামলাকারীরা।
এই ঘটনায় বেলাল আহমেদ গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গফরগাঁও থানা অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।