‘এসো বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানে গফরগাঁওয়ে অনুষ্ঠিত হলো ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বিভাগীয় সভাপতি মমতাজ উদ্দিন মাস্টার।
সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন বাদল মাস্টার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আয়নাল ইসলাম, সাংবাদিক ও বিজয়ী ছাত্র-ছাত্রীবৃন্দ।
সমাপনী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron