

সারাদেশের মতো ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সরকারি হাসপাতালের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকাল চার ঘটিকায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কার্যক্রমের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত ১৭ জন যোদ্ধার মধ্যে উপস্থিত ৯ জনের হাতে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। জুলাই আহত যোদ্ধাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন Warriors of July ময়মনসিংহ জেলা যুগ্ম আহ্বায়ক আদ্রিয়ান সিয়াম ( মীর সিয়াম)।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় গফরগাঁও উপজেলার ১৭ জন অংশগ্রহণকারী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিয়ে আহত হন। সরকারিভাবে তাঁদের চিকিৎসাসেবার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী পর্যায়ক্রমে এ স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “সরকার আহত যোদ্ধাদের চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। শহীদ পরিবার ও আহতদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, রাষ্ট্র তাদের পাশে রয়েছে।”
স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল উদ্দিন বলেন, এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে যেকোনো সময়, এক বছর কিংবা দুই বছর পরেও দেশের যেকোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে। এটি একটি স্থায়ী চিকিৎসা সুরক্ষা হিসেবে কাজ করবে।