

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুই জন। এছাড়া আহত হয়েছেন আরও দুই যাত্রী। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের চৌকা বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাংগাব ইউনিয়নের বামুনখালি বটতলা এলাকার মো. ইকবাল হোসেন (৫৫) এবং পাঁচভাগ ইউনিয়নের দিঘীরপাড় এলাকার ওয়াসিম (২৮)। আহতরা হলেন গফরগাঁওয়ের দুগাছিয়া গ্রামের নাজমুল (৩০) ও একই ইউনিয়নের জিহাদ (২৪)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হোসেনপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা চৌকা বাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন যাত্রী ইকবাল হোসেন। হাসপাতালে নেওয়ার পর মারা যান অটোরিকশার চালক ওয়াসিম। আহত বাকি দু’জনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হোসেন বলেন, তিনজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে এবং ঘাতক ট্রাকচালককে আটক করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।