ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ১০, আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম (আরজু) তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন।
সোমবার (৭ এপ্রিল) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তিনি গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন। তার ধারাবাহিকতায়, আজ পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের পল্টন মোড় বাজারসহ টাঙ্গাবো ইউনিয়ন, দত্তের বাজার ইউনিয়ন, উস্তি ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন তিনি।
লিফলেট বিতরণকালে আবুল কাসেম (আরজু) বলেন, "১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি।" তিনি আরও বলেন, "বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়েছেন, আর যদি এটা বাস্তবায়ন হয়, তবে এটি বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।"
তিনি বলেন, "আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে কাজ করে যাচ্ছি। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন পাগলা বিএনপির নেতা মাহফুজুর রহমান বাচ্চু, পাগলা থানা বিএনপি নেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য রিপন, একে আজাদ ডালি, মুজাম্মেল হক, মাসুদ, ডাক্তার শরিফ, জুয়েল, মোশাত উদ্দিন,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ওয়াদুদ মন্ডল, মুরাদ সহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
এছাড়াও গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আয়নাল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হানিফ খান, আশরাফুল আলম মামুন, আরিফুল ইসলাম এবং নিগুয়ারি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ কর্মসূচি গফরগাঁওয়ের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে, যেখানে বিএনপির নেতারা জনসাধারণের কাছে তাদের দলের আদর্শ ও কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron