

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে লিফলেট বিতরণ করেছেন দলটির ক্লিন ইমেজধারী বর্ষীয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক ২ বারের সাধারণ সম্পাদক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম আরজু।
মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, দোকানপাট ও জনবহুল এলাকায় তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।
দিনের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), সেনা ক্যাম্প প্রধান, গফরগাঁও থানা ও পাগলা থানার অফিসার ইনচার্জ, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিফলেট বিতরণ করেন আরজু।
এরপর গফরগাঁও পৌর শহরের আলাল মার্কেট, জামতলা মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও লিফলেট বিতরণ করেন তিনি।
জোহরের নামাজের পর তিনি প্রয়াত শ্রমিক দল নেতা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মীর মোনায়েম সালেহীন সুবলের কবর জিয়ারত করেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে গফরগাঁও মহিলা কলেজ পরিদর্শনকালে অধ্যক্ষ আব্দুল খালেক ও প্রভাষক আবুল কালামসহ উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে অধ্যক্ষ আরজু বলেন,
“১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা একটি নতুন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
গণমাধ্যমের এক প্রশ্নে তিনি বলেন,
“বর্তমান অন্তবর্তীকালীন সরকারের যেসব সংস্কারমূলক উদ্যোগ দেখা যাচ্ছে, তারেক রহমান সেই উদ্যোগ বহু আগে থেকেই প্রস্তাব করেছেন। এসব বাস্তবায়ন হলে জনগণই উপকৃত হবে।”
তিনি আরও বলেন,
“আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। অনির্বাচিত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।”
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সদস্য ওয়াদুদ পাগলা থানা বিএনপির নেতা রিপন শেখ রিমন আহমেদ, তোজাম্মেল হোসেন মুক্তা, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, একে আজাদ ঢালী, আব্দুল লতিফ, আব্দুল কুদ্দুস নবো, মুজাম্মেল হক পাভেল, ইবনে ইমরান,পাগলা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোরশেদ, মাসুদ, ডাঃ শরিফ, জুয়েল, নাজমুল ঢালী, মুরাদসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।