গফরগাঁও উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এর শেষ দিন ছিল বিশেষভাবে স্মরণীয়, যেখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো উৎসব ও প্রতিযোগিতা।
১৫ এপ্রিল, মঙ্গলবার, গফরগাঁওয়ের সালটিয়া ব্রিজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সব বয়সী মানুষ ঘুড়ির রঙে-রূপে রাঙিয়ে তুলেন নতুন বাংলা বছরের আকাশ। প্রাণখোলা এই আয়োজনে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যকে ধারণ করে বর্ষবরণ হয়ে ওঠে আরও উৎসবমুখর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম, গফরগাঁও প্রেস ক্লাবের আহ্বায়ক রুবেল মাহমুদ, সাংবাদিক আজহারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক হানিফ খান, সাংবাদিক আশরাফুল আলম মামুন এবং ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক, সহ আরও অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষাংশে ঘুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুন। পুরো মাঠজুড়ে তখন উচ্ছ্বাস, আনন্দ আর বাংলার আকাশে ওড়ানো হাজার রঙের ঘুড়ির মনোমুগ্ধকর দৃশ্য
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron