

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা ০৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী ও বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সঞ্চালনা করেন, গফরগাঁও পৌর বিএনপি নেতা সারোয়ার হোসেন জুয়েল ঢালী।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, ও পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদীন চানু।
পৌর বিএনপির সাবেক সদস্য শামীম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজ্জাক, পৌর যুবদল নেতা কাজিম উদ্দিন সহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন আপোষহীন ভূমিকা রেখেছেন। তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।