

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরবড়া গ্রামে এক প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা, বাউন্ডারি ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয় চাঁন মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী ফজলুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে একই দিনে একই চৌহদ্দি দিয়ে দুটি সাব-কাওলা দলিল সম্পাদিত হয়। একটি দলিলের মাধ্যমে মফিজ উদ্দিন সামনের অংশে এবং অপরটি দিয়ে চাঁন মিয়া পিছনের অংশে জমি ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে মফিজ উদ্দিন তার ভোগকৃত জমিটি প্রতিবন্ধী ফজলুর রহমানের পিতা মৃত রুস্মত আলীর কাছে বিক্রি করেন। সেই থেকে ২২ বছর যাবৎ সেই জমির ওপর প্রতিবন্ধী পরিবারটি দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে।
কিন্তু একই চৌহদ্দি থাকার সুবাদে চাঁন মিয়ার পরিবার সম্প্রতি সামনের জমিরও মালিকানা দাবি করে বসে। সম্প্রতি ফজলুর রহমান জমিটি বিক্রি করতে গেলে চাঁন মিয়া ও তার পরিবারের লোকজন বাধা প্রদান করে এবং জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালায়। অভিযোগে বলা হয়, তারা জমির উপর নির্মিত ইটের বাউন্ডারি ভেঙে ফেলে এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করে।
এই ঘটনায় ফজলুর রহমান গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”